উত্তরবঙ্গকে পৃথক করার প্রশ্নে অনুন্নয়নকেই হাতিয়ার করলেন বিজেপি রাজ্য সভাপতি।

0
216

কোচবিহার, ৫ সেপ্টেম্বরঃ পৃথক রাজ্যের প্রশ্নে উত্তরবঙ্গের বঞ্চনাকেই তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ কোচবিহারে এসে কলাকাটা এলাকায় বিজেপির একটি রক্তদান শিবিরে যোগদেন সুকান্ত বাবু। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গ তৈরি করে গিয়েছিলেন। আমরা চাই পশ্চিমবঙ্গ সেভাবেই থাকুক। কিন্তু আমরা এটাও অস্বীকার করি না। এখানকার মানুষ বঞ্চিত করার জন্য এখানকার মানুষের মধ্যে এই রকমের চিন্তা ভাবনা আছে। আমাদের বিভিন্ন বিধায়ক এবং নেতৃত্বরা মানুষের সেই চিন্তা ভাবনার কথা বারবার বলেছে যাতে সরকার এখানকার উন্নয়ন নিয়ে উত্তরবঙ্গের নিয়ে চিন্তা ভাবনা করে। কোলকাতার একটি ফ্লাইওভারের বাজেটের থেকেও উত্তরবঙ্গের জন্য কিমি. বরাদ্দ হয়। এখানে একটি ভালো মেডিক্যাল কলেজ নেই। ভালো হাসপাতাল নেই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরে যেসব বিশ্ববিদ্যালয় হয়েছে সেগুলোর কোন মান নেই। এভাবে কি বেঁচে থাকা যায়?” এরপরে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে কিনা, তা জানতে চাইলে সুকান্ত বাবু বাংলার মানুষ ঠিক করবেন বলে জানান।
গত বিধানসভা নির্বাচনে তুলনামূলক ভাবে উত্তরবঙ্গে ভালো ফল করে বিজেপি। তাই নির্বাচন পরবর্তী সময় উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব এক এক করে অনুন্নয়নের অভিযোগ তুলে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার পক্ষে মত দিতে শুরু করে। সম্প্রতি কোচবিহারে গ্রেটারদের একটি সভায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক সহ জেলার বিজেপির প্রায় সমস্ত বিধায়ক উপস্থিত থেকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার পক্ষে মত দেন। গ্রেটার নেতা অনন্ত রায় মহারাজ এক পা এগিয়ে কোচবিহার কেন্দ্র শাসিত অঞ্চল হয়ে গিয়েছে, এখন শুধু ঘোষণার বাকি বলে জানিয়ে দেন। এরপরেই বাংলা ভাগের বিরোধিতা করে বিজেপি বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার কথা ঘোষণা করে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। কোচবিহারে তাঁরা মহা মিছিল করার কর্মসূচী গ্রহণ করে। এদিন কোচবিহারে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ যেমন ছিল, তেমনটাই থাকার পক্ষে বললেও অনুন্নয়ন প্রসঙ্গে উত্তরবঙ্গের দলের নেতা বিধায়কদের পক্ষেই মত দিয়েছেন।