নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ একজন বিধায়ক হয়েও তিনি যে আমজনতা তা প্রমান করে চলেছেন দিবাকর বাবু। আজ সেই বিধায়ক তার নিজের গ্রামবাসীদের সঙ্গে রাস্তা সারাইয়ের কাজে হাতে হাত মেলাতে দেখা গেল।
বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভার পূর্ব নবাসন পঞ্চায়েতের ভাগলুই সংসদের করুমপুর থেকে ভাটপাড়া কলোনি ( বৈরাগী পারা ) পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এই রাস্তায় একমাত্র অবলম্বন পুরো গ্রামের, এই পথ দিয়ে প্রত্যহ গ্রামবাসীদের রুজির টানে বাইরে যাওয়া থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের স্কুল যাওয়া সব করতে হয়।গ্রামবাসীদের দাবি , একাধিকবার একাধিক স্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি তাই বাধ্য হয়ে রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়লেন গ্রামবাসীরা আর তাদের সাথে হাত মেলালেন তাদেরই গ্রামের ছেলে বিধায়ক দিবাকর ঘরামী।দিবাকর বাবু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, গ্রামবাসীদের অসুবিধার কথা মাথায় রেখে গ্রামবাসীদের সাথে হাত মিলিয়ে কাজ চালানোর মত রাস্তাটা সারাই করলাম আমরা,আমার বিধায়ক তহবিলের জন্য যেটুকু টাকা বরাদ্য তা দিয়ে সব কাজ হয়না,রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর এর দায়িত্ব যদি না নেয় কি আর করা যাবে। গ্রামবাসীরা জানান একাধিক বার জানিয়েও তাদের সমস্যার কোনো সমাধান মেলেনি তাই তারা বিধায়ককে পুরো ব্যাপারটি জানান, বিধায়ক তা শুনে আমাদের সাথে আজ হাতে হাত মিলিয়েছেন। অপর দিকে তৃণমূল পরিচালিত সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব রায় জানান, ঐ রাস্তাটার কথা আমরা জানি, অনেক বড় তাই জেলা পরিষদের মাধ্যমে করার ব্যাবস্থা আমরা করছি, আর বিধায়ক মানুষের দৃষ্টি আকর্ষন করার জন্য এসব কাজ করছেন, তাকে অন্য কোনো কাজে দেখা যায় না।
রাজনৈতিক চাপান-উতোর এর বিষয়ে যাই হোক না কেন,বিধায়ক যে আমজনতারই প্রতিনিধি তা ফের আরেকবার প্রমান করলেন তিনি।