প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : বানিপুর দু’নম্বর পঞ্চায়েতের উদ্যোগে ভিআরপি কর্মী দিয়ে ডেঙ্গু মশা নিধনে স্প্রে প্রয়োগ করা হলো বানিপুর পঞ্চায়েত অন্তর্গত বিভিন্ন এলাকায়। জমা জল এবং ড্রেনে যে জায়গায় মশা লার্ভা উৎপন্ন হয় সেইসব জায়গায় কীটনাশক ওষুধ স্প্রে করলেন ভিআরপি কর্মীরা। ডেঙ্গু আক্রান্তির সংখ্যা হাওড়ায় দেখা দেওয়ায় স্বাস্থ্য দপ্তর যেমন চিন্তিত ঠিক তেমনি হাওড়া জেলা বিভিন্ন ব্লকের স্বাস্থ্যকর্মীরাও উদ্বিগ্ন এই ডেঙ্গু রোগ নিয়ে। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য কর্মীদের তৎপরতায় প্রত্যেক ব্লক ওয়াইজ ডেঙ্গু অর্থাৎ মশা মারার জন্য জমা জল এবং ড্রেনে কীটনাশক ওষুধ করছেন ভি আর পি কর্মীরা। ভিআরপি কর্মীদের মশা নিধনের জন্য স্প্রে করা দৃশ্য ধরা পরল আমাদের সব খবরের ক্যামেরায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা ডেঙ্গু রোগ বাহিত মশা মারার জন্য কিটনাশক স্প্রে বানিপুর দু’নম্বর পঞ্চায়েতের উদ্যোগে।