দামোদর নদের ওপর ঈশ্বর দা ঘাটের সেতু বন্ধ, সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ।

0
162

সুদীপ সেন, বাঁকুড়া:-  ঘুম ভাঙছে না কুম্ভকর্ণ দের। গভীর নিদ্রায় তারা নিমগ্ন। অসংখ্য সাধারণ , খেটে খাওয়া মানুষকে স্বপ্ন দেখিয়ে বোকা বানানো নির্বাচনী বৈতরণী পার হওয়া রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থ সিদ্ধির কলা কৌশলে ব্যস্ত।

অন্যদিকে সাধারণ দৈনন্দিন খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠছে।

সামনে দুর্গা পুজো। এমনিতেই সারা বছর করোনা র জন্য ও বিভিন্ন কারণে ব্যাবসায় ও নিত্যদিনের কাজে মন্দা।

তার ওপর শিল্প নগরী আসানসোল ও বার্ন পুরের সাথে একমাত্র যোগাযোগের অস্থায়ী সেতুটি ও বন্ধ হলো।

এরফলে কয়েক হাজার নিত্য দিনের যাতায়াত করা ব্যাবসায়ী, কাজের সন্ধানে যাওয়া মানুষ,ছাত্র, ছাত্রীদের ব্যাপক অসুবিধা হলো।
ফেরি চলাচল হচ্ছে ভোর সাড়ে চারটা থেকে সন্ধ্যে সাড়ে ছয় টা পর্যন্ত।
কিন্তু বর্ষার জল যেভাবে বেড়ে দামোদর নদ ফুঁসছে তাতে যে কোনো দিন এই ফেরি চলাচল বন্ধ হবে।
হয়তো ভেসে যাবে এই অস্থায়ী সেতু টি ও।

কি করবে ,সাধারণ বিপদ গ্রস্ত মানুষগুলো?????
কুম্ভ কর্ণদের ঘুম কি ভাঙবে???????