পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল মালদার মানিকচকের সেখপুরা এলাকায় বাসিন্দারা।

0
247

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- –পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল মালদার মানিকচকের সেখপুরা এলাকায় বাসিন্দারা।পথ অবরোধের জেরে আটকে পরে বিভিন্ন বাস সহ বিভিন্ন যানবাহন ফলে বিপাকে পরে সাধারণ যাএীরা।বিক্ষোভকারীদর অভিযোগ,মানিকচক ব্লকের শেকপুরা,মথুরাপুর সহ বিভিন্ন এলাকায়।আনুমানিক ছয় দিন থেকে আর্সেনিক মুক্ত পানীয় জলে সরবরাহ বন্ধ রয়েছে।জেরে পানীয় জলে হাহাকার দেখা দিয়েছে।ফলে ভীষন ক্ষোভে ফেটে পরে এলাকাবাসীরা।সোমবার, দুপর নাগাদ মালদা মানিকচক রাজ্য সড়কের শেকপুরা এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে পানীয় জলের দাবিতে।কয়েক ঘণ্টা ধরে চলে অবরোধ।ফলে যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়ক উপর।খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।অবশেষে প্রশাসনিক আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।এবিষয়ে বিক্ষোভকারী মোহাম্মদ নুরুল ইসলাম বলেন,প্রায় ছয় দিন থেকে আর্সেনিক পানীয় জলের পরিষেবা বন্ধ আছে।আমাদের আর্সেনিক যুক্ত পানীয় জল করছি।আমাদের দাবি খুব তাড়াতাড়ি পানীয় জলের সরবরাহ শুরু হক।যদি না হয় তাহলে পরবর্তিতে বৃহওর আন্দোলন নামবো বলে জানাগিয়েছে ।