বাবু সম্পূর্ণ বিনা পয়সায় দিনের পর দিন পরিয়ে চলেছেন বহরমপুর মনীন্দ্র নগর হাই স্কুলে প্রাক্তন শিক্ষক দীপক কুমার নাথ।

0
200

নদীয়া , নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট মহকুমার আনুলিয়া মাঠপাড়ার দীপক কুমার নাথকে না দেখলে বোঝা যেত না। ৭৭ বছর বয়সী দীপক বাবু প্রাক্তন স্কুল শিক্ষক। সকলের কাছেই জেঠু অথবা দাদু নামেই বেশি পরিচিত। এখানে দীপক বাবু সম্পূর্ণ বিনা পয়সায় দিনের পর দিন পরিয়ে চলেছেন অসংখ্য ছাত্র-ছাত্রীদের। ফিজিক্স নিয়ে পড়া দীপক বাবু বহরমপুর মনীন্দ্র নগর হাই স্কুলে পড়াতেন ইতিহাস। কিন্তু যেকোন বিষয়ই তাঁর নখদর্পণে।তিনি যেমন ছাত্র-ছাত্রীদের সহজ ভাবে অংক করার টিপস দেন, তেমনি ইংরেজি সাহিত্যটা দেখে দেন অবলীলায়। আর হবে নাই বা কেন! তিনি যে মানুষ গড়ার কারিগর। সব সাবজেক্টেই তার সমান দখল।তাঁর কাছে শিক্ষা নিয়ে যাঁরা বড় হয়েছেন,তাঁরা বর্তমানে কেউ অধ্যাপক কেউ এসডিও আবার কেউ ডিএম।দীপক স্যারের কাছেই পড়াশোনা করেই বিদেশে পাড়ি দিয়েছেন অসংখ্য ছাত্র-ছাত্রী। এখনো দীপক কুমার নাথ বাড়ির বাগানের পাশেই একটি জায়গায় ছাত্রছাত্রীদের পাঠদান করেন। তিনি চান ছাত্র ছাত্রীরা যেন সামাজিক কুসংস্কারের ঊর্ধ্বে উঠে মুক্ত মনের মানুষ হয়।