মাটির সৃষ্টি প্রকল্পে বাঁকুড়ার শালতোড়া ব্লকে দারুন সাফল্য।

0
193

সুদীপ সেন, বাঁকুড়া:-  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে পতিত জমিকে কাজে লাগিয়ে স্থায়ী সম্পদ সৃষ্টি করতে চেয়েছেন এবং এলাকার মানুষকে এই কাজে সংযুক্ত করে তাদের স্বাবলম্বী করতে চেয়েছেন।

মুখ্যমন্ত্রীর সেই স্বপ্ন কে সফল করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মাটির সৃষ্টি প্রকল্পে বিশেষ ভাবে সাফল্য মিলেছে।

বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের ঢেঁকিয়া গ্রাম পঞ্চায়েত এই ব্যাপারে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে।
সেই পঞ্চায়েতের অধীন গোস্বামী ডিহি তে ১৭ একর জমির ওপর মাটির সৃষ্টি প্রকল্পের কাজ চলছে।
৭ রকমের ফলের বাগান, করলা, লাউ সহ বিভিন্ন সবজি সেই বাগানে লাগানো হয়েছে।
এই প্রকল্পের মধ্যে রয়েছে একটি সামাজিক বন সৃজন।
সেগুন, কৃষ্ণ চূড়া, রাধা চূড়া, সোনাঝুরি প্রভৃতি গাছ সেখানে লাগানো হয়েছে।

MGNREGS প্রকল্পের মধ্যে প্রায় ২ একরের একটি পুকুর খননের মাধ্যমে কৃষি কাজের সুবিধা এবং ভবিষ্যতে মৎস্য এবং মুক্ত চাষের পরিকল্পনা আছে বলে পঞ্চায়েতের গ্রাম রোজগার সহায়ক অপু চক্রবর্ত্তী জানান।

শালতোড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস কুমার গিরি জানান, মাটির সৃষ্টির এই প্রকল্পকে তাঁরা মডেল মাটির সৃষ্টি প্রকল্প হিসেবে গড়ে তুলতে চান।
এই প্রকল্পে তাঁরা জেলা প্রশাসনের যথেষ্ট সহায়তা পাচ্ছেন।
তবুও MGNREGS প্রকল্পের যে সুবিধা এখন পাওয়া যাচ্ছে না , তা পাওয়া গেলে প্রকল্পের কাজ আরো ভালো হতো বলে তিনি জানান।

উল্লেখ্য তিনটি গ্রুপের ২৭ জন এই কাজে পরিচর্যা এবং ফলের বাগান ও কৃষিকাজের সাথে যুক্ত আছে।
তারা এই প্রকল্পের ফলে উপকৃত হচ্ছে বলে তাদের অভিমত।