রানাঘাটে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন।

0
283

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ৫ই সেপ্টেম্বর।শিক্ষক দিবস।ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের ১৩৫ তম জন্মদিবস।সারা দেশের সঙ্গে আজ রানাঘাটে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। এই উপলক্ষে আজ রানাঘাট শহর চক্রের ব্যবস্থাপনায় রানাঘাট নজরুল মঞ্চে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান। শুরুতেই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে তাঁকে সম্মান জানান হয়।এদিনের অনুষ্ঠানে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অবসর প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের।অংশ নেয় রানাঘাট শহর চক্রের অন্তর্গত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার
পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপ পুরপ্রধান আনন্দ দে,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ,রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় নদীয়া জেলা পরিষদের সহ সভাপতি দীপক বসু ,নদীয়া জেলা পরিষদের করমাধক্যা বর্ণালী দে রায় সহ শিক্ষা জগতের বহু বিশিষ্টজন।