শিক্ষক দিবস উপলক্ষে সোমবার হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে রুগীদের মধ্যে ফল বিতরণ করলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

0
228

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- শিক্ষক দিবস উপলক্ষে সোমবার হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে রুগীদের মধ্যে ফল বিতরণ করলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।শিক্ষকরা রুগীর পাশে বসে নিজ হাতে ফল খাইয়ে সুস্থতা কামনা করেন।এদিন প্রায় ১২০ জন রুগীর হাতে বিভিন্ন রকমের ফল তুলে দেওয়ার পাশাপাশি রুগীর আত্মীয়,হাসপাতালের সাফাই কর্মী,নার্স ও চিকিৎসকদের মধ্যেও এই ফল বিতরণ করা হয় বলে জানান শিক্ষক দিবস উৎযাপন কমিটির সম্পাদক শিক্ষক জামিল আক্তার।হাসপাতালের পরিকাঠামো উন্নতির পাশাপাশি পানীয় জলের সুবিধা,পরিস্কার পরিচ্ছন্নতা ও রুগীদের ভালো পরিসেবার আর্জি জানান শিক্ষকরা।এদিন ফল বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন তুলসীহাটা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শন মাসুদ করিম আনসারী ও হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালের বিএমওএইচ অমল কৃষ্ণ মন্ডল।শিক্ষকদের এই সেবামূলক কাজের প্রসংশা‌ জানিয়েছেন রুগীর আত্মীয় ও চিকিৎসার।

শিক্ষক মহম্মদ মিজানুর হক জানান শিক্ষক দিবস ও বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর কুস্তরিয়া প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান করতে চলেছেন তুলসীহাটা চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।