এবার বন্য শিয়ালের আতঙ্ক মহিষাদলে,ঘায়েল বেশ কয়েকজন।

0
289

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসুলিয়া গ্রামে পাগলা শিয়ালের কামড়ে আহত বেশ কয়েক গ্রামবাসী, আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের কথায় বিগত বেশ কয়েকদিন ধরেই একের পর এক পাগলা শিয়ালের আক্রমণ ঘটছে গ্রামে, আর সেই বন্য শিয়ালের আক্রমণে আহত বেশ কয়েকজন গ্রামবাসী, আহতদের মহিষাদল গ্রামীণ আশুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এই বন্য পাগলা শিয়ালের আক্রমণের কারণে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা, কার্যত বাড়ির বাইরে বেরোলে শুরু হচ্ছে সেই আতঙ্ক, অন্যদিকে পাগলা শিয়ালের হাত থেকে রক্ষার্থে বাড়ির বাইরে বেরোলে হাতে লাঠি সোটা নিয়ে বের হতো হচ্ছে গ্রামবাসীদের, গ্রামের ছোট ছোট শিশুরা খেলা করতে পারছে না বাড়ির বাইরে, যেকোনো সময়ে আক্রমণ হতে পারে গ্রামের কচিকাঁচারা, ইতিমধ্যেই বেশ কয়েকজন শিশু শিয়ালের আক্রমনে আহত হয়েছে, ইতিমধ্যেই বনদপ্তর কে সমস্ত ঘটনা জানানো হয়েছে, তবে এই পাগলা বন্য শিয়ালের হাত থেকে গ্রামের মানুষকে রক্ষার্থে কি পদক্ষেপ গ্রহণ করে বন বিভাগ, সেই দিকেই নজর থাকবে আমাদের।