জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাপ তিনটিকে উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা।
জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় জালের মধ্যে সাপ আটকে যাওয়ার ঘটনা ঘটছে। তবে একই জালে একসঙ্গে তিনটি সাপ আটকে যাওয়ার ঘটনা এই প্রথম। নাইলনের সুতোর জালে তিনটি সাপ একসঙ্গে আটকে যায়। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় গোটা পাণ্ডাপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনটি সাপকেই উদ্ধার করেন বন দপ্তরের কর্মী শৌভিক মণ্ডল। তিনি জানান, উদ্ধার হওয়া তিনটি সাপই বড় আকারের জল ঢোড়া প্রজাতির। তিনটি সাপকেই পরবর্তীতে পার্শ্ববর্তী একটি জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে।