সুদীপ সেন, বাঁকুড়া:- শিক্ষক দিবস মানেই প্রায় সকলের কাছে স্কুল, কলেজের শিক্ষকদের শ্রদ্ধা এবং উপহার।
কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত শিক্ষা লাভ করছি।
সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, অঙ্কন এই সৃজনী সত্বা আজ অবশ্য সমাজে বেশ স্বীকৃত।
এর মাঝেও গ্রাম গঞ্জের বহুল প্রচলিত খেলা ধুলা কে প্রাণ দিতে যেসকল শিক্ষাগুরু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাঁদের মনে রাখে ক জন?
সেই রকম ই এক ব্যতিক্রমী শিক্ষক দিবসের ছবি ফুটে উঠলো বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী ফুটবল মাঠে।
প্রায় ২৫ জনের ওপর নিয়মিত ফুটবল মাঠে আসা ভাইয়েরা তাদের শিক্ষা গুরু বা দাদা বাপ্পা নন্দী কে সন্মান জানালো ফুটবল মাঠে এক জোড়া খেলার বুট উপহার দিয়ে।
এই সন্মান ও উপহারে দারুন খুশি ডাকাবুকো ডি, এম, এস ওরফে বাপ্পা নন্দী। আনন্দিত মাঠের তাঁর সমস্ত শিক্ষার্থী ভাইয়েরাও।