আলিপুরদুয়ারের ফালাকাটার কুমোরটুলিতে এবারে বড় প্রতিমার বায়না বেশি, খুশি শিল্পী রা।

0
606

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- করোনা আবহের পর এ বার পরিস্থিতি অনেকটাই ভাল। রথের অনেক আগে থেকেই কুমোরটুলিতে যাতায়াত শুরু করে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। আর এই পরিস্থিতিতে নিজেদের লোকসান পুষিয়ে নিতে চাইছেন শিল্পীরা। গত দু’বার করোনা আবহে অনেকটাই ধাক্কা খেয়েছে কুমোরটুলি। ২০২০ সালে করোনার ধাক্কায় নমো নমো করেই পুজো সারতে হয়েছিল উদ্যোগতাদের।কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই অনুকুল। করেনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দু’বছর কার্যত বন্ধ থাকার পর পুজোতে মানুষের উৎসাহ অনেকটাই বেশি। আলিপুরদুয়ারের ফালাকাটার কুমোরটুলিতে এবারে বড় প্রতিমার বায়না বেশি। তবে জিনিসপত্রের দাম বেড়েছে অনেকটাই। এতকিছুর মধ্যে উদ্যোগতারা একটু দরাজ হাতে দাম দেবেন বলেই আশাবাদী শিল্পীরা। সব মিলিয়ে আশায় বুক বাঁধছেন শিল্পীরা। সকলের মনে একটাই কথা দুগ্গা দুগ্গা করে ভালোই হবে এ বারের পুজো।