আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার বড়জোড়া উচ্চ বিদ্যালয়ের এমারজেন্সি গেট বন্ধ করে দেবার প্রতিবাদে ব্লক ভূমি দপ্তরের বিরুদ্ধে আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিবাদে সামিল হোল। বিদ্যালয়ের পক্ষ হতে জানানো হয়েছে মূল গেটের বিপরীত দিকে এই গেটটি দিয়ে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা যাতায়াত করে। এই গেটটি আপদকালীন ব্যবহারের জন্য রাখা হয়েছে। ভূমি দপ্তর এখন এটি বন্ধ করে পাঁচিল দিয়ে দিচ্ছে। বিদ্যালয়ের পক্ষ থেকে এটি বন্ধ না করার জন্য বিডিও, বিধায়ক এবং বি এল আর ও এর কাছে আবেদন করা হয়। কিন্তু তাতে কোনো ফল হয়নি বলে অভিযোগ তুলেছে বিদ্যালয়ের শিক্ষকরা। আজ তাই আন্দোলনে সামিল হয়েছে ছাত্রছাত্রী সহ শিক্ষকবৃন্দ। বড়জোড়ার ব্লক প্রশাসন উভয় পক্ষের বক্তব্য শুনেছে। জানিয়েছে কয়েকদিনের মধ্যে এবিষয়ে একটি সমাধান সূত্র বার করা হবে। এবিষয়ে ভূমি দপ্তর কোনো মন্তব্য করতে চায় নি।
Home রাজ্য দক্ষিণ বাংলা উচ্চবিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়ায় প্রতিবাদে আন্দোলনে নামলো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।