প্রশাসনিক নির্দেশিকা অমান্যকরী যানবাহন ঘেরাও কর্মসূচি পালন করল পশ্চিম মেদিনীপুর জেলা ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন।

0
395

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুর ও খড়্গপুরের সংযোগকারী কংসাবতী নদীর ওপর বীরেন্দ্র শাসমল সেতুর ওপর দিয়ে প্রশাসনিক নির্দেশিকা অমান্যকরী যানবাহন ঘেরাও কর্মসূচি পালন করল পশ্চিম মেদিনীপুর জেলা ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন। এদিন সকাল থেকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই পথ অবরোধ ও ঘেরাও কর্মসূচি। আন্দোলনকারীদের দাবি, হয় প্রশাসনিক নির্দেশিকা মেনে সমস্ত ভারী যানবাহন চলাচল কংসাবতী ব্রিজের ওপর দিয়ে বন্ধ রাখতে হবে, না হয় সমস্ত রকম যানবাহন চলাচলে ছাড়পত্র দিতে হবে। ট্রাক মালিকরা জানান, যেখানে জেলার জেলাশাসক রাতের অন্ধকারে ব্রীজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল দেখতে পাচ্ছেন, অথচ দিনের বেলায় অর্থের বিনিময়ে ভারী যানবাহন চলাচল করছে, সেটা প্রশাসনের নজরে পড়ছে না। ব্রীজের উপর দিয়ে শুধুমাত্র ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে, অথচ যাত্রীবাহী বাস ও অন্যান্য ভারী যানবাহন বহাল তবিয়তে চলছে। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। এদিন আন্দোলনকারীরা ব্রীজের উপর দিয়ে যাতায়াতকারী সমস্ত যানবাহন অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায়।