কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ৮ দফা দাবিকে সামনে রেখে এনএনএসটিসি ম্যানেজিং ডাইরেক্টরকে স্মারকলিপি দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কোচবিহার জেলা পেনশন কমিটি। বুধবার নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে পেনশনার্স কমিটির নেতৃত্ব রা সেখানে গিয়ে বিক্ষোভ দেখানে। এবং কয়েকজনের প্রতিনিধি নিয়ে গিয়ে এনএনএসটিসি কোচবিহার ম্যানেজিং ডাইরেক্টরকে স্মারকলিপি দেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মোহনবাঁশি বর্মন,সংগঠনের কার্যকরী সভাপতি প্রহ্লাদ ভৌমিক সহ অন্যান্যরা।
তাদের দাবি গুলি, সংস্থার পেনশনাসদের প্রাপ্য মাসিক পেনশন প্রতিমাসের প্রথম দিনে প্রদান করা সুনিশ্চিত করতে হবে,
রাজ্য সরকারি পেনশনার্সদের ন্যায় সংস্থার পেনশনার্সদের ঈদ পুজো সহ বিভিন্ন উৎসবে অনুদান সরকারি হারে স্মারক উৎসবের পূর্বেই প্রদান করতে হবে,
সংস্থার পেনশনার্সদের প্রাপ্য দিয়ে বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে,
সংস্থার অবসরপ্রাপ্ত ও পেনশনার্সদের ভ্রমণ পাশে ৫০০ কিমি যাতায়াতের পরিবর্তে সংস্থার বাস চলাচলের স্থান সহ রাজধানী কলকাতা পর্যন্ত যাতায়াত এবং সংস্থার নৈশ সার্ভিসে ভ্রমণের সুযোগ প্রদান করতে হবে।
এছাড়াও সংস্থার অবসরপ্রাপ্ত ও পেনশনার্সদের চাকুরী কালীন সময়ের প্রাপ্য অনারিয়াম সমস্ত ডিপো ও ডিভিশন ভিত্তিক অবিলম্বে মিটিয়ে দিতে হবে,
২০০৬ সাল থেকে ২০০৮ সালের মধ্যে সংস্থান অবসরপ্রাপ্ত জিপিএফ ভুক্ত কর্মীদের রাজ্য অর্থ দপ্তরের মেমো নাম্বার অনুযায়ী প্রাপ্য ডিফারেন্স গ্রাজুয়েটটি অবিলম্বে মিটিয়ে দিতে হবে,
অবসরপ্রাপ্ত পেনশনার্সদের মধ্যে যাদের রোপা ৯৮ অর্থাৎ ফোর্থ পে কমিশন সুপারিশ অনুযায়ী ফ্রিকশন না করেই পেনশনস দেওয়া হচ্ছে,তাদের রোপা ৯৮ অনুযায়ী পে-কমিশন করে প্রাপ্য বকেয়া সহ পেনশনার্স এর অর্থ বৃদ্ধি করতে হবে,
সংস্থা পেনশন বাবদ রাজ্য সরকারের দেওয়া অর্থ রাজ্য বাজেটে অন্তর্ভুক্ত করে পেনশনার্স প্রদানের বিধি প্রবর্তন করতে হবে।