পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারি শিক্ষক দারা প্রাইভেট টিউশনি করার বিরুদ্ধে শিক্ষা দপ্তরে ডেপুটেশন।

0
247

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারি শিক্ষক দারা প্রাইভেট টিউশনি করার বিরুদ্ধে শিক্ষা দপ্তরে ডেপুটেশন।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলার স্কুল পরিদর্শককে একটি স্বারকলিপী প্রদান করা হয়।যাতে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে এখনো যে সমস্ত সরকারি এবং সরকারি অনুদানে চলা স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশনী করে চলেছেন তাঁদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।
এই প্রসঙ্গে, সংগঠনের জেলা সম্পাদক কল্যাণ গোস্বামী জানান, এর আগেও আমরা এই বিষয়ে শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছি , আজ আবার সেই একই দাবী জানাচ্ছি।