জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আধুনিকতার যুগে লুপ্ত হয়ে যাওয়া সানাই বাঁশির বাড়ছে কদর ।এবার জলপাই গুড়ির কয়েক টি পুজো মণ্ডপে তাক লাগাবে এই সানাই বাঁশি। শহর ছেড়ে গ্রাম বাংলার শিল্পী রা এবার কয়েক টি পুজোতে এই ধরনের লুপ্ত হওয়া সানাই বাঁশির সুরে মাতাবে পুজোর মন্ডপগুলোকে।দেয়ান গঞ্জের থেকে এসে সানাই বাঁশি বিভিন্ন মণ্ডপে বাজাবেন দুই শিল্পী।যদিও এইবার করোনা তেমনভাবে নেই তাই কাজ ভালোই রয়েছে তাদের বলেও জানিয়েছেন এই ধরনের শিল্পী রা। এখন আধুনিক বাদ্য যন্ত্র থাকলেও এই ধরনের বাঁশির সুরে মেতে উঠতে চায় শহরের অনেক কয়েকটি ক্লাব । তাই কাজ পেয়ে খুশি এই ধরনের শিল্পী রাও।