নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ৩১শে আগস্ট বর্ধমানে আইন অমান্য আন্দোলনরত সিপিআইএম নেতা আভাস রায়চৌধুরী সহ ৪৩ জন সংগ্রামী নেতৃত্বের মুক্তির দাবিতে ৮ই সেপ্টেম্বর বিকেলে রামনগর ছোটবাজার মোড়ে রাজ্য সড়ক অবরোধ করলো ডিওয়াইএফআই রানাঘাট লোকাল কমিটি ও ডিওয়াইএফআই রানাঘাট ১নং নম্বর লোকাল কমিটি। অবরোধকারীদের দাবি সম্পূর্ণ নিরপরাধ আভাস রায়চৌধুরী সহ ৪৩ জন বাম নেতা কর্মীকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তাঁরা মুক্তি না পাবে রাজ্য জুড়ে বাম যুব সংগঠনের আন্দোলন চলবে।এদিনের এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম যুব সংগঠনের স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।বাম যুব সংগঠনের এই অবরোধ কর্মসূচি চলে প্রায় ৪০ মিনিট। রানাঘাট কৃষ্ণনগর বাইপাস রাস্তায় অবরোধ হওয়ায় আটকে পড়ে বহু গাড়ি। এরপর রানাঘাট থানার পুলিশের উপস্থিতিতে অবরোধ উঠে যায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা সিপিআইএম নেতা আভাস রায়চৌধুরী সহ ৪৩ জন সংগ্রামী নেতৃত্বের মুক্তির দাবিতে সড়ক...