ভিন রাজ্য থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে বাংলাদেশী এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য।

0
2540

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভিন রাজ্য থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে বাংলাদেশী এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। জানাযায় গত দু মাস আগে বাংলাদেশের নিবাসী ৫১ বছর বয়সী রিনা বিশ্বাস নামে এক মহিলা শান্তিপুর বাগআঁচড়ার বাজারপাড়া এলাকার আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর দেয় ওই মহিলার পরিবারকে বাংলাদেশ থেকে ওই মহিলার দুই ছেলে শান্তিপুরের আত্মীয়র বাড়িতে চলে আসে। এরপর ওই মহিলাকে ভিন রাজ্যে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা করার পরে গতকাল শান্তিপুরের আত্মীয়র বাড়িতে ফিরছিলেন ওই মহিলা, কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় মহিলার। পরিবারের সদস্যরা ওই মহিলাকে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে, সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে মহিলাকে। শান্তিপুর থানার পুলিশের কাছে খবর পৌঁছাতেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। শনিবার মহিলার মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। তবে মহিলার এইভাবে মৃত্যুর ঘটনায় শোকাহত শান্তিপুরের আত্মর বাড়ি থেকে শুরু করে মহিলার বাংলাদেশের পরিবার। পরিবারের কাছ থেকে জানা যায়, মহিলার মৃতদেহ ময়নাতদন্তের পরে পাঠানো হবে বাংলাদেশে। যার কারণে মহিলার মৃতদেহ কফিন বন্দি করা হয়েছে।