মনিরুল হক, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়। তাই গ্রামের মানুষের চাহিদা পূরণ করতে তৎপরতা শুরু মেখলিগঞ্জে। আজ একদিনে গ্রামীন চাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের অর্থানুকুল্যে 6টি কাজের শিলান্যাস করলেন স্থানীয় বিধায়ক তথা চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরেশ অধিকারী।
ওই কাজ গুলির অন্যতম মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরী অঞ্চলের তিনটি রাস্তা, জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার ২ টি রাস্তা এবং চ্যাংরাবান্ধায় ধরলা নদীর পাশে শ্মশান ঘাটে শ্মশান চুল্লি ঘরের কাজের শিলান্যাস এদিন করা হয়েছে।
বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মেখলিগঞ্জ ব্লক। ওই এলাকায় সেভাবে উন্নয়ন হয় নি বলে বিজেপি মাঝে মধ্যেই অভিযোগ করে থাকে। বেহাল রাস্তাঘাট হওয়ায় সাধারণ মানুষকে যোগাযোগ সমস্যায় ভুগতে হয়। এছাড়াও আরও নানা উন্নয়ন মূলক কাজের দাবি ওঠে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। পঞ্চায়েত নির্বাচন চলে আসায় অনুন্নয়ন নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। আর তাই ভোটের আগে উন্নয়নের কাজে ওই তৎপরতা বলে রাজনৈতিক মহলের ধারনা।