পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে। অন্যদিকে ভরা কোটাল। জোড়া ফোলায় ফুলে ফেঁপে উঠছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সমুদ্র। সকাল থেকে শুরু হয়েছে জলচ্ছ্বাস। সমুদ্রের জল গাড়ওয়াল টপকে ঢুকছে বাজার ও মেরিন ড্রাইভে। তবে সমুদ্রের এই মনোরম দৃশ্য দেখে উল্লাসিত রবিবারে বেড়াতে আসা পর্যটকেরা। জ্লচ্ছ্বাসে উপভোগ করার পাশাপাশি গা ভিজেছে নিচ্ছেন তারা। তবে এরই মাঝে সতর্ক রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দুই দিন আগে থেকেই মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। মঙ্গলবার পর্যন্ত দিঘা মন্দারমনি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নানে নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
মৎস্যজীবীদের আগামী দু’তিনদিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ,উত্তাল দিঘার সমুদ্র,সতর্কতা জারি করা সত্ত্বেও সমুদ্রের মনোরম দৃশ্য...