মনিরুল হক, কোচবিহার:- বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের শীতলকুচি এলাকা। সম্প্রতি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সেই অভিযোগকে সামনে রবিবার মিছিল ছিল বিজেপির। সেখানেই ধুন্ধুমার কাণ্ড বাধে। অভিযোগ, তৃণমূলের দিকে। মিছিলে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে মোতায়ন করা হয় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জের অভিযোগও ওঠে।
বিজেপির দাবি, এদিনের মিছিলের জন্য সমস্তরকম অনুমতি তাদের কাছে ছিল। অভিযোগ, এরইমধ্যে এদিন শীতলকুচিতেই তৃণমূলের একটি মিছিলেরও অনুমতি দেওয়া হয়। শাসকদল ও বিরোধী শিবিরের দুই মিছিল রাস্তায় নামতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। যদিও ওই হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ওই ঘটনার জেরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।