রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে পশুপালকদের নিয়ে একটি অডিও কনফারেন্স অনুষ্ঠিত হলো।

0
2724

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে ও অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় নদীয়া জেলার, বারাসাত পঞ্চায়েতের তাহেরপুর ভাদুড়ি গ্রামে পশুপালকদের নিয়ে একটা অডিও কনফারেন্স করা হয়।, এই কনফারেন্সে প্রাণী পালকদের গরু, ছাগল, ও হাঁস মুরগির কিভাবে ঘর তৈরি করতে হবে এবং তাদের মাপ কত হবে এসব বিষয় নিয়ে আলোচনা করেন এছাড়াও তাদের বিভিন্ন রকম রোগ নিয়ে আলোচনা করেন অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রের ডঃ চিন্ময় মাঝি মহাশয় উনি পশুপালকদের বিভিন্ন রকম রোগ ও তার প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন, এই কনফারেন্সে উপস্থিত ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা ও প্রাণী মিত্র ও প্রাণী পালক ভাই ও বোনেরা এই প্রোগ্রামের ফলে উনারা অনেক উপকৃত হয় বিভিন্ন রকম পশুদের রোগ সংক্রান্ত বিষয় নিয়ে জানতে পারেন এবং ডঃ বাবুকে তারা ধন্যবাদ জানান এই প্রোগ্রামে ওনাদেরকে এই বিষয় নিয়ে জানানোর জন্য।

রিলায়েন্স ফাউন্ডেশনে এই ধরনের প্রোগ্রাম নদিয়া জেলার বিভিন্ন গ্রামে গ্রামে অনুষ্ঠিত করছে। বিভিন্ন রকম ডিজিটাল মাধ্যমে।