স্বাধীনতার ৭৫ বছর বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরে রক্ত দিলেন বিএসএফ সেনা কর্মীরা।

0
491

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতার 75 বছর উপলক্ষে শান্তিপুরের অন্যতম একটি সামাজিক সংগঠন শান্তিপুর পূর্ণিমা মিলনীর উদ্যোগে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে রীতিমতো বর্ডার সিকিউরিটি ফোর্সের একাধিক জবানরা স্বেচ্ছায় রক্ত দিলেন। উল্লেখ্য সারা বছর শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এমনকি সরকারি উদ্যোগেও রক্তদান শিবিরের আয়োজন করা হয় কিন্তু আজকের রক্তদান শিবিরের প্রধান আকর্ষণ ছিল বিএসএফ জওয়ানদের উপস্থিতি এবং রক্তদান। ছিলেন বিএসএফ এর ডিআইজি সঞ্জয় কুমার, ছিলেন একাধিক সেনা আধিকারিক, উপস্থিত হয়েছিলেন নদীয়া জেলা পরিষদ সভাধিপতি রিক্তা কুন্ডু, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ন্যাশনাল ক্যাডেট বাহিনীর উষ্ণ অভ্যর্থনায় অভিভূত হন স্বয়ং ডিআইজি সঞ্জয় কুমার। আয়োজক সংস্থা শান্তিপুর পূর্ণিমা মিলনীর কর্ণধার রূপায়ন চৌধুরী জানান, আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠানটি অবিস্মরণীয় হয়ে থাকলো কারণ বিএসএফ জওয়ানরা উপস্থিত থেকে নিজেরাই স্বেচ্ছায় রক্ত দান করলেন। তিনি আরো বলেন রক্তদান শিবিত্ত অনেক হয় কিন্তু দেশের জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত সেনাবাহিনী ও বিএসএফ জওয়ানদের উপস্থিতিতে আজকের রক্তদান শিবির নিঃসন্দেহে অন্য মাত্রা পেল। তার অনুভূতি এটা অভূতপূর্ব । মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, বিশ্বের তুলনায় রক্তদান এর ক্ষেত্রে ভারতবর্ষে অনেক পিছিয়ে তিনি পরিসংখ্যান দিয়ে বলেন ভারতবর্ষে মাত্র ৭% ও রক্তদান হয়ে থাকে। বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু যথেষ্ট আবেগ তাড়িত হয়ে পড়েন মঞ্চে উপস্থিত ভারতের বীর জওয়ান ও বিএসএফ সেনা কর্মী এবং আধিকারিকদের শ্রদ্ধা জানাতে গিয়ে ।। এক কথায় শান্তিপুর পূর্ণিমা মিলনীর এই উদ্যোগকে কুর্নিশ জানাই আমরাও।