বিয়ের তিন বছর পর অতিরিক্ত পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে।

0
172

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-বিগত তিন বছর আগে খড়গ্রাম থানার কান্দুরী গ্রামের বাসিন্দা মিষ্টু বাগদী নামের এক যুবতীর সঙ্গে কান্দি থানার হরিবাগান গ্রামের বাসিন্দা বিক্রম বাগদির বিয়ে হয়। বিয়ের পর থেকে বিক্রম বাগদি এবং তার পরিবারের লোকেরা গৃহবধূ মিষ্টু বাগদির উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতো অতিরিক্ত পনের দাবিতে বলে মৃতের বাপের বাড়ির লোকের অভিযোগ। গতকাল অতিরিক্ত পণের জন্য বাড়িতে একটি পারিবারিক অশান্তির সৃষ্টি হয় মিষ্টু বাগদি এবং তার শ্বশুরবাড়ির লোকের, অশান্তির পর মিষ্টু বাগদির দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা যদিও আত্মহত্যার কথা মানতে নারাজ মৃতের পরিবার তাদের অভিযোগ অতিরিক্ত পণের দাবিতে বিয়ের তিন বছর পর স্বামী বিক্রম বাগদি, শশুর চাঁদা বাগদি এবং শাশুড়ি সবোরী বাগদী শ্বাস রোধ করে খুন করে তাদের মেয়েকে। মৃতের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে কান্দি থানার পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে ওই গৃহবধুর মৃত্যুর কারণ ঘটনার ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে।