উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেঠ কলোনি ঐক্য সম্মিলনী পুজোয় নতুন কিছু উপহার দিতে চলছে।

0
291

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- দিনের পর দিন পৃথিবীর তাপমাত্রা যেভাবে বেড়ে যাচ্ছে তাতে আগামী দিনে কোন পর্যায়ে চলে যাবে পৃথিবী তাকেই বলতে পারবেনা। তাই এখন সকলের সচেতন হয়ে আগামী দিনে পৃথিবীকে বাঁচাতে পরিবেশের দিকে নজর রাখা দরকার। না হলে সমূহ বিপদ পৃথিবীর সামনে। এমনকি পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। পাশাপাশি মানব সভ্যতার শুরু থেকে আজ অব্দি কিভাবে ধাপে ধাপে উন্নতি হয়েছে সেটাও আজও অনেকের অজানা তাই এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে থিম করে এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেঠ কলোনি ঐক্য সম্মিলনী পুজোয় নতুন কিছু উপহার দিতে চলছে। যা এবার পুজোতে অন্যতম আকর্ষণ এর কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তা বলা যেতেই পারে। আর তাই জোর কদমে এখন ব্যস্ত সেট কলোনি ঐক্য সম্মেলনি ক্লাব তাদের ৭২ তম বর্ষে মন্ডপ শয্যা তৈরি করতে। ক্লাবের অন্যতম কর্মকর্তা বিজয় পাল জানালেন বিগত কয়েক বছর করোনা আবহাওয়া তে স্থানীয় শিল্পীদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। আর তাই তাদের কথা মাথায় রেখে এবার মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জার করা হয়েছে স্থানীয় শিল্পীদের দিয়েই।তিনি বলেন সাবেকি প্রতিমা প্রতিবারই এই ক্লাবের অন্যতম আকর্ষণীয় হয়ে থাকে। তাই এবারও সেই সাবেকি প্রতিমা তৈরি করছেন হিলির কারিগর মধুসূদন পাল। বিজয় বাবু বলেন তারা এবার অন্যবারের তুলনায় কম বাজেটে ভালো পুজো উপহার দিতে চাইছে দর্শনার্থীদের।
প্রতিবারই এই ক্লাবের পুজো জেলার মধ্যে অন্যতম আকর্ষণ করে থাকে দর্শনার্থীদের। তাই এবারও তার থেকে কমতি থাকবে না একথা অকপটে স্বীকার করে নেন বিজয় বাবু। আর তাই এখন জোর কদমে ব্যস্ত এই ক্লাব তাদের পুজো প্রস্তুতিতে।