জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ির বিভিন্ন পুজোর মণ্ডপগুলো তে চলছে জমজমাট কাজ । অনেক টাই কাজ এগিয়ে দুর্গা পুজোর মণ্ডপগুলো।দুই বছর পর আবার কাজের পরিবেশ পেয়ে শহর ও শহরের বাইরের শিল্পীরা খুশি।
আর হাতে গোনা কয়েকটি হাতে রয়েছে দূর্গা পুজোর।তাই এখন শহরের একাধিক পুজো মণ্ডপগুলোতে শিল্পীরা তাদের কাজে ব্যস্ত ।প্রতিমা থেকে প্যান্ডেল সবটাই কাজ এগিয়ে । যদিও এখন পর্যন্ত তেমনভাবে জল জমেনি তাই মণ্ডপগুলোতে জল জমে কাজ বন্ধ হয়নাই। তাই মনের আনন্দে শিল্পীরা তাদের কাজ শুরু করে দিয়েছেন। যদিও এখন পর্যন্ত প্যানডেল গুলো পুরোটা কমপ্লিত হয়নি।ভিতরের কাজ তৈরীতে ব্যাস্ত শিল্পীরা।আর কয়েক দিনের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যাবার কথা জানিয়েছেন তারা।