জেলার সফরে মুখ্যমন্ত্রী আসার আগে বিজেপির নবান্ন অভিযানের দিন মেছেদাতে পুলিশের নাকা চেকিং।

0
238

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ১৩ই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার বিজেপির চোর ধরে জেলে ভারো স্লোগানকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। আর সেই অভিযানকে সফল করার উদ্দেশ্য নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা গতকাল থেকে রাত দিন এক করে নবান্নের উদ্দেশ্য রওনা দিচ্ছেন। কিন্তু এই নবান্নের উদ্দেশ্যে যাওয়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের গতকাল রাত থেকেই বিশাল পুলিশি বলয় দিয়ে আটকানোর চেষ্টা চলছে সারা রাজ্য জুড়ে এমনটাই অভিযোগ বিজেপির তরফে। আর ঠিক পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদাতেও নবান্ন অভিযানের দিন সকালের চিত্রটা ঠিক একই রকম দেখা গেল। পথ চলতি মানুষদের অভিযোগ দুই থেকে তিনজন ব্যক্তি একসাথে থাকলেই তাঁদেরকে বিভিন্ন রকম ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁরা আসলে কোন গন্তব্যস্থলে পৌঁছাতে চায়। এর পাশাপাশি বিভিন্ন টোটো ও বাইক আরোহীদেরও চেকিং চলছে। যার ফলে এই অফিস টাইমে যাওয়া পথ চলতি সাধারণ মানুষ ক্ষিপ্ত অবস্থায় গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী সফরের আগে নাকা চেকিং করছে পুলিশ, ইতিমধ্যে ই পশ্চিম মেদিনীপুর জেলায় চলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ গঠন করা হবে, এরপরেই পূর্ব মেদিনীপুরের সফরের উদ্দেশ্যে রওনা দিবে মুখ্যমন্ত্রী, তারই আগে কোলাঘাট থানার উদ্যোগে কোলাঘাট ব্রিজেও দেখা গেল এমনই চিত্র।