আবদুল হাই, বাঁকুড়াঃ “বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর”…. বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়ার গল্প অনেকে শুনেছেন। কিন্তু বৃষ্টি কামনায় ও ভালো চাষবাসের জন্য মা মনসার পূজো একেবারে অভিনব বিষয়। অনেকে মনসা দেবীকে ভূমির প্রতীক, জমি উর্বরতার প্রতীক বলে মনে করেন। এটা লৌকিক বিশ্বাস। সে অনেক পুরানো দিনের কথা। আগে বছরের পর বছর খরা দেখা দিত। বৃষ্টির অভাবে ভালো চাষবাস হত না। চাষীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ সারা বছর চলবে কি করে। ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামে বৃষ্টি কামনায় তখন থেকেই দেবী মনসার পূজা করা হয়। এখনো এই রীতি চলে আসছে। গ্রামবাসীরা ভক্তি, শ্রদ্ধা ভরে ফলমূল ,ধুপ,ধুনা সহযোগে দেবী মনসার মাঠ পূজা করেন। সকলের বিশ্বাস তাদের ভক্তি ভরে পূজায় দেবী মনসা সন্তুষ্ট হয়ে বৃষ্টিপাত ঘটাবেন। এই পুজোকে মাঠফলার বলা হয়। প্রাচীন রীতিনীতি মেনে গ্রামবাসীরা সকলে মিলে মাঠে বসে দেবী মনসার প্রসাদ স্বরূপ নানারকম ফল আর দুধ সহযোগে, মুড়ি মাখিয়ে মহানন্দে ভোজন করেন। এই সংস্কার বা রীতি -নীতি উৎসবে পরিণত হয়েছে। অঙ্কুর আজ চারা গাছে পরিণত হয়েছে। একদিন তা মহীরুহে পরিণত হবে।।