শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির থিম সংকটে শৈশব ।

0
428

আবদুল হাই, বাঁকুড়াঃ পুজো আর হাতেগোনা মাত্র কয়েকটা দিন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব প্রায় দোরগোড়ায় তা বলা যেতেই পারে। আকাশে পেঁজা তুলোর মত ভেসে যাওয়া মেঘ, মাঠে কাশফুলের দোলা যেন বার্তা দিচ্ছে মায়ের আগমনের সময় চলে এসেছে। জেলার বিভিন্ন পুজো উদ্যোক্তারা ব্যস্ত তাদের পুজো মণ্ডপ সাজিয়ে তুলতে। এবছর বাঁকুড়া জেলার বিভিন্ন পূজো উদ্যোক্তারা থিমের মাধ্যমে মন্ডপ সাজিয়ে তুলে সামাজিক বার্তা দিতে বদ্ধপরিকর। সেরকমই ছাতনার শুশুনিয়ার আমরা সবাই দুর্গোৎসব সমিতির পূজা সমিতি থিম পুজোর মাধ্যমে সমাজকে সুস্থ সামাজিক বার্তা দিতে চলেছেন।

শৈশব হারিয়ে যাচ্ছে মুঠোফোনে, শৈশব জীবন আবদ্ধ হচ্ছে এই সুপারসনিক যুগের গেরোয়। এই বছর বাঁকুড়া জেলার ছাতনার শুশুনিয়ার আমরা সবাই দুর্গোৎসব সমিতির পূজোর থিম সংকটে শৈশব। এছাড়াও এই পুজো মণ্ডপের আরেকটি বিষয় কোভিডের কালে অনেক কুটিরশিল্প মুখ থুবড়ে পড়েছিল, ঠিক সেরকমই শুশুনিয়ার পার্শ্ববর্তী বাগডিয়া ও কুলাড়া গ্রামের বাঁশের শিল্প। সেই শিল্পীরা যাতে নতুন করে শিল্প সৃষ্টির মনোবল ফিরে পায় তাই মন্ডপ সজ্জার পুরো দায়িত্ব এই শিল্পীদের হাতেই রয়েছে বলে জানিয়েছেন আমরা সবাই দুর্গোৎসব সমিতির সম্পাদক সুমন কর্মকার। সবে মিলে এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির পূজো উদ্যোক্তারা।