নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সরকারি আবাস যোজনা প্রকল্পে নিরক্ষর বাবার নো অবজেকশনের নাম করে জমি দানপত্রে সই করানোর অভিযোগ ছেলের নামে।শান্তিপুর
সূত্রাগড় কারিকরপাড়া স্ট্রিটের ৩ .২৫ শতক জায়গায় সেজো ছেলে জাসিকুল ইসলাম এবং ছোট ছেলে হাসিবুল বাস করে। এর মধ্যে জাসিকুল অবশ্য নিজের দ্বিতীয় পক্ষের পরিবার নিয়ে বাবার করে দেওয়া গৃহেই বাস করছে ওই জমিতে।
গতকাল সন্ধ্যায় জার্সিফুল বাবার কাছে আসে তার নামে সরকারি একটি গৃহ আবাস প্রকল্পের নো অবজেকশন নিতে। পড়াশোনা না জানার কারণে বাবা সেই কাগজটি রেখে, দেখায় প্রতিবেশী এবং ছোট ছেলেকে। নিজের ঘর থাকা সত্ত্বেও গৃহ আবাস প্রকল্পে আবার কিভাবে ঘর পায় সে ব্যাপারে সন্দেহ হয়েছিল প্রতিবেশীদের । এরপর টাইপ করা ওই লেখা দেখে সকলের চক্ষু চড়ক গাছ। স্পষ্ট লেখা পিতা আমির আলী কারিগরের গৃহ আবাস প্রকল্পের বাড়িসহ ১.১৬ শতক দান করছেন সেজো ছেলেকে।
এরপরেই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃদ্ধ ওই দুই দম্পতি ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা সরকারি আবাস যোজনা প্রকল্পে নিরক্ষর বাবার নো অবজেকশনের নাম করে জমি দানপত্রে...