পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা ভারত কৃষক সভার ডাকে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার কমিটির আহবানে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে জনসভা। এই দিনের জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সিপিআইএমের সম্পাদক সুশান্ত ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন তাপস সিনহা, মেঘনাদ ভুঁইয়া, সত্য রঞ্জন দাস সহ একাধিক সিপিআইএম নেতৃত্বরা। এদিনের কৃষক সভার সমাবেশ থেকে কেলেঘাই-কপালেশরী ও বাগুই নদীর উপর বাঁধ সংস্কারের দাবিতে মাঠে নামে লাল বিগেড। সারা ভারত কৃষক সভার কর্মী সমর্থকেরা কেলেঘাই নদী বাঁধের উপর দিয়ে মিছিল করে সভাস্থলে পৌঁছান। তাদের দাবি অবিলম্বে এইব বাঁধ সংস্কার করতে হবে, না হলে বাঁধ এর পার্শ্ববর্তী গ্রামের সাধারণ মানুষের প্রত্যেক বছর বর্ষার সময় বিপদের সম্মুখীন হতে হয়। এই দিন সভা মঞ্চ থেকে কার্যত লড়াই করে দাবি আলাদায়ের হুঁশিয়ারি দেন সত্য রঞ্জন দাস। এই দিনের সমাবেশে কার্যত কৃষক সভার কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।