কোচবিহার মাতৃমায় সদ্যজাতের মৃত্যুকে ঘিরে গাফিলতির অভিযোগ, ক্ষোভে ফেটে প্রলেন রোগীর আত্মীরা।

0
495

কোচবিহার, ১৫ সেপ্টেম্বরঃ সদ্য প্রসব হওয়া শিশুর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘মাতৃমা’। আজ সকাল ১০ টা নাগাদ মাথাভাঙ্গার নিশিগঞ্জের বাসিন্দা শান্তনা সরকার পুত্র সন্তানের জন্ম দেন। তাঁর আত্মীয়দের দাবি, ওই সময় মা ও সন্তান সুস্থ আছে বলে জানানো হয়। কিন্তু ১০ থেকে ১৫ মিনিট বাদে এসে বলা শিশুটির মৃত্যু হয়েছে। পরে মৃত সন্তান হাতে পাওয়ার পর দেখা যায় তার মাথায় একটি ক্ষত চিহ্ন রয়েছে। এরপরেই রোগীর আত্মীয় ক্ষোভে ফেটে পড়েন। আত্মীয়দের অভিযোগ, সম্ভবত হাত ফসকে নীচে পড়ে গিয়ে ওই সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, গতকাল রাত ১২ টা নাগাদ প্রসব বেদনা নিয়ে মাতৃমায় ভর্তি শান্তনা সরকার নামে ওই মহিলা। আজ সকাল ১০ টা নাগাদ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। বাইরে দাঁড়িয়ে থাকা পরিবারের লোকজনকে প্রথমে মা সন্তান ভালো আছে বলে খবর দেওয়া হয়। আবার কিছুক্ষন পরেই জানানো হয় ওই শিশুটির মৃত্যু হয়েছে। শান্তনা সরকারের স্বামী রাজ সরকার এটা তাঁদের প্রথম সন্তান বলে জানিয়ে বলেন, “নার্সদের জন্যই আমার সন্তান এভাবে মারা গেল। আমি এর বিচার চাই।”