বিভিন্ন দাবীতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটেসন।

0
279

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের এক্সরে বিভাগ দীর্ঘদিন থেকে বন্ধ, অবস্থায় আছে তা পুনরায় চালু করার ব্যবস্থা, কালিয়াগঞ্জের গরীব রোগীদের স্বার্থে হাসপাতালে আলট্রা সোনোগ্রাফি বিভাগ চালু করতে হবে । রোগীদের স্বার্থে হাসপাতালে ব্লাড ব্যাংক, হাসপাতালে যে সমস্ত অ্যাম্বুলেন্স চলে সেই সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের ফোন নম্বর সহ ভাড়ার তালিকা টাঙ্গানোর ব্যবস্থা, হাসপাতালের আউটডোরে ডাক্তারবাবুদের হাজিরা ও নির্গমন সঠিক সময়ে করার ব্যবস্থা, হাসপাতালের আউটডোরে এবং জরুরী বিভাগে কোন ডাক্তার বাবু কি রোগ বিশেষজ্ঞ তাঁর নাম সহ টেবিলে লিখে রাখার ব্যবস্থা,হাসপাতালের দন্ত চিকিৎসক নিয়মিত বসেন না । তাঁর রোগীদের সাথে দুর্ব্যবহার এবং বেসরকারী চেম্বারমুখি করা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে । হাসপাতালে রোগীদের খুব নিম্নমানের খাবার দেওয়া হয় । প্রতিদিন রোগীদের কি কি খাবার পরিবেশন করা হবে তার তলিকা টানাতে হবে এবং খাবারের মানোন্নয়ন ঘটাতে সত্তর ব্যবস্থা গ্রহন করতে হবে । হাসপাতালের দ্বিতলে পুরুষ বিভাগের রোগীরা সঠিক পরিসেবা পান না । পরিসেবা দেবার মতো কোন কর্মী থাকেন না । প্রসুতি মা সহ দুরারোগ্য রোগীদের সাথে নার্সিৎ ষ্টাফদের একাংশের দুর্ব্যবহার বন্ধ করতে হবে । বাচ্চা প্রসবের প্রসুতি মায়েদের কাছ থেকে আয়া মাসিদের জোর করে টাকা আদায় বন্ধ করতে হবে । একজন আয়া মাসি ৭-৮ জন রোগীর দায়িত্ব নেওয়ার ফলে কোন রোগীই সঠিক পরিসেবা পান না । আয়া মাসিদের অনধিক ১-২ জন রোগীর দায়িত্ব দেওয়ার ব্যবস্থা, হাসপাতালে জন্ম ও মৃত্যুর শংসাপত্র প্রদানের সময় ফি ছাড়া বাড়তি টাকা নেওয়ার প্রবনতা বন্ধ করতে হবে । মৃত রোগীর বেড বিজ্ঞান সম্মত উপায়ে পরিস্থার না করেই অন্য অসুস্থ রোগীদের রাখা হচ্ছে । ফলে রোগ সংক্রমনের সম্ভবনা থাকে । এটা বন্ধ করতে হবে । হাসপাতালের ডাক্তারবাবু শ্রী আনন্দ মোহন মুখার্জ্জী মহাশয়কে প্রতিদিন যাতে হাসপাতালে পাওয়া যায় তার ব্যবস্থা করতে হবে, ডেঙ্গু প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা, হাসপাতালের জরুরী বিভাগের সামনে জল ও আবর্জনাগুলি প্রতিদিন পরিস্কার করার ব্যবস্থা করতে হবে । কালিয়াগঞ্জবাসীর স্বার্থে উপরোক্ত দাবীগুলি সমাধানে আপনি অতিসত্ত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন । ধন্যবাদান্তে , Tami Supenntendent Kallyaganj State General Hospita Kalivagani , Utter Dinainu যন্ত্রে নাম নোয় ভারপ্রাপ্ত সম্পাদক , সি.পি.আই. ( এম ) , কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটি ।মহাশয় , আমরা লক্ষ্য করছি যে , কিছুদিন যাবৎ কালিয়াগঞ্জ ট্রেট জেনারেল হাসপাতালে রোগী পরিসেবা সহ হাসপাতালের ইন্ডোর ও আউটডোরে কিছু অব্যবস্থা চলছে যা আমাদের কাম্য নয় । তাই কালিয়াগঞ্জের নাগরিকদের সুষ্ঠু পরিসেবার স্বার্থে বাধ্য হয়ে নিম্নলিখিত দাবীগুলি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আপনার কাছে পেশ করছি ।