মনিরুল হক, কোচবিহার:- সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার দাবিতে গনস্বাক্ষর সম্মিলিত দাবিপত্র কোচবিহার জেলা শাসকের হাতে তুলে দিল দাবি কমিটির সদস্যরা। আজ মাথাভাঙা থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল দাবি কমিটির পক্ষ থেকে কোচবিহার জেলা শাসকের দফতরে জমায়েত করে জমায়েত করে ওই দাবি জানানো হয়। তাঁদের দাবি, মাথাভাঙা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তুলতে হবে।
এদিন ওই স্মারকলিপি প্রদান কর্মসূচীর নেতৃত্ব দেন সুপার স্পেশালিটি হাসপাতাল দাবি কমিটির যুগ্ম সম্পাদক রামপ্রসাদ প্রামানিক, যোগেন রায় লস্কর, সুকুমার চক্রবর্তী, কাজল রায়, স্মৃতিকনা সাহা, ঝরনা ঘোষ, বিজয় ঘোষ সহ আরও অনেক।
কমিটি গড়ে দীর্ঘ দিন থেকে মাথাভাঙা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার লক্ষ্যে আন্দোলন করে আসছেন সেখানকার বাসিন্দারা। মাথাভাঙা মহকুমার বিভিন্ন এলাকায় গিয়ে গনস্বাক্ষর সংগ্রহ সহ জনমত গড়ে তোলার কাজ করা হয়েছে। এদিন সেই গন স্বাক্ষর সহ দাবি পত্র কোচবিহার জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে দাবি কমিটির পক্ষে জানানো হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা মাথাভাঙ্গায় সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার দাবিতে কোচবিহার জেলা শাসক স্মারকলিপি।