সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বিগত দিনে শিক্ষা সংক্রান্ত অনন্য নজীর সৃষ্টি করে শতাধিক দরিদ্র ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন।সেই কর্মযঞ্জ আজও অব্যাহত রয়েছে।এবার সাধারণ মানুষ যাতে করে চিকিৎসা সংক্রান্ত কোন দুর্ভোগে না পড়েন ২৪ ঘন্টা পরিষেরার জন্য তিনটি হেল্পলাইনফোন নম্বর চালু করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।এবং সেই হেল্পলাইন ফোন নম্বর হাসপাতালের সামনে টাঙিয়ে দিলেন সাধারণ মানুষের সুবিধার জন্য।
জানাগিয়েছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিবার পরিজন চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা পড়েন।সেই সমস্ত সমস্যা যাতে অনায়াসে সমাধান হয়,ব্যাঘাত না ঘটে এবং রোগীরা পরিষেবা পেয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারেন তার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।
বিধায়ক পরেশরাম দাস জানিয়েছে ‘বিভিন্ন প্রান্তের হাজার হাজার রোগী আসে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে।তারা যাতে কোন সমস্যার সম্মূখীন না হয় তারজন্য হেল্পলাইন চালু করা হয়েছে। কারণ হেল্পলাইনের মাধ্যমে দ্রুততার সাথে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।সাধারন মানুষ আমাদের কে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন। তাদের সুখ দুঃখে পাশে থাকা কর্তব্য বলে মনে করি।
অন্যদিকে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালের রোগী,রোগীর পরিবার পরিজন সহ এলাকার সাধারণ মানুষ।