আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার কোতুলপুর থানার পুলিশ হুগলি জেলার গোঘাট থানার পুলিশ এবং খাটুল এলাকার মানুষের যৌথ চেষ্টায় প্রচুর পরিমাণ সোনা চারটি পিস্তল এবং চারজন দুষ্কৃতী খাটুল বাজার এলাকা থেকে গ্রেফতার হয় ।জানা যায় আজ সাড়ে ছটা নাগাদ একটি বাসেতিনটি সোনা ভর্তি ব্যাগ সহ চার দুষ্কৃতী বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি চোর চোর বলে চিৎকার করায় খাটুল এলাকার মানুষ রেনবো ক্লাবের সদস্যদের চেষ্টায় এলাকার মানুষের হাতে ধরা পড়ে। জানা যায় কোন একটি সোনার দোকান থেকে গয়না চুরি করে পালিয়েছিল এবং ওর পিছু পিছু এক ব্যক্তি ধাওয়া করে এবং খাটুলবাজারে ধরা পড়ে ওই চার দুষ্কৃতি। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ সোনা রুপা, চারটি পিস্তল এবং চার দুষ্কৃতিকে খাটুল এলাকার মানুষ রেনবো ক্লাবের সদস্য দের সহযোগিতায় ধরা পড়ে, ঘটনাস্থলে এসে পৌঁছায় কোতুলপুর, জয়পুর এবং গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী চারটি পিস্তল বিপুল পরিমাণ সোনা এবং চার দুষ্কৃতিকে গোঘাট থানার হাতে তুলে দেয় কোতুলপুর থানার পুলিশ । উদ্ধার হওয়া সোনা ও রুপার আনুমানিক বাজার মূল্য ৮ কোটিরও বেশি বলেই জানা যায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা হুগলি জেলার গোঘাট থানার পুলিশ এবং খাটুল এলাকার মানুষের যৌথ চেষ্টায় প্রচুর...