নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- তিন মাস জঙ্গল বন্ধ থাকার পর আজ ১৬ সেপ্টেম্বর থেকে খুলে গেল জঙ্গল। শুক্রবার থেকে জঙ্গলে পর্যটকদের জন্য প্রবেশ শুরু হল। জঙ্গল খোলার প্রথম দিন পর্যটকদের ঢল নামলো জলদাপাড়া জাতীয় উদ্যানে। প্রথম দিন দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটকরা এসেছে এই জলদাপাড়াতে। প্রথম দিন জঙ্গল সাফারি , হাতি সাফারি করতে প্রচুর পর্যটকরা এসেছে। জঙ্গল সাফারি করে খুশি পর্যটকরাও। বাংলাদেশ ঢাকা থেকে আগত পর্যটকরা জানান, জঙ্গল সাফারি করে এক শৃঙ্গ গণ্ডার, বাইসন, নানান রকমের পাখি দেখেছি। পর্যটন ব্যবসায়ীরা জানান, জলদাপাড়াতে বুকিং ভালো হয়েছে প্রতিনিয়ত বুকিং হচ্ছে।