নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদা নালাগোলা রাজ্য সড়কের মালদা থেকে বুলবুলচন্ডী পর্যন্ত সম্পূর্ণ রাস্তা ঝা চকচকে থাকলেও বুলবুলচন্ডী থেকে পাকুয়াহাট পর্যন্ত প্রায় ২০ কিলো মিটার বেহাল অবস্থা রাস্তার । পিচের চাদর উঠে গিয়ে পাথর বেরিয়ে জায়গায় জায়গায় বড় পুকুরে আকার নিয়েছে।যানবাহন চলাচলে বড় বড় গর্ত থাকায় সমস্যা পরছে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে বড় ছোট যান বাহন।রাস্তার উপরেগর্তে বৃষ্টির জল জমে দুর্ভোগের শিকার হচ্ছেন টোটো থেকে ছোট বড় গাড়ি। মালদা নালাগোলা রাজ্য সড়কে প্রায় ৮০টি বাস ওছোটো বড় বিভিন্ন যানবাহন নিয়ে বেশি ভাগ সময় ব্যস্ততম রাস্তা হয়ে থাকে। চরম সমস্যায় পড়ছে পথচারী থেকে শুরূ করে বাইক চালক ও যাত্রীরা।এমনকি ঝুঁকিপূর্ণ ভাবেই প্রতিদিন হাজারো যাত্রীবাহী টোটো চলাচল করছে সেই ভাঙাচোরা রাস্তা দিয়েই।কঙ্কালসার রাস্তায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে বলে জানাচ্ছেন বাসিন্দারা।সড়কপথের ওই অংশটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী ।টোটো চালক জানালেন, প্রতিদিন হাজারো বাইক,টোটো,অ্যাম্বুলেন্স মাতৃযান সহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের চলাচলের একমাত্র এটি সড়ক পথ।দ্রুত মেরামত না করা হলে পরবর্তীতে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকছে।যে কোন সময় টোটো উল্টে যায় বেশ কয়েকদিন ধরে এই রাস্তায় দূর্ঘটনা ঘটে যাছে।
Home রাজ্য উত্তর বাংলা বুলবুলচন্ডী থেকে পাকুয়াহাট পর্যন্ত প্রায় ২০ কিলো মিটার বেহাল অবস্থা রাস্তার ।