নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কোভিড পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রানাঘাটের শিল্পাঞ্চল রানাঘাট মিল লাইন। গত দুবছর নমো নমো করে বিশ্বকর্মা পুজো করলেও এবার শ্রমিকদের সঙ্গে একত্রিত হয়েই পুজোর আনন্দে মেতেছে মিল মালিকরা। ২০০০ সালের আগে এই মিল লাইনেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে গমগম করতো। উৎসবের আনন্দে মাততো মিল শ্রমিকরা। কিন্তু আজ তা অতীত। সময়ের কাছে হার মেনেছে রানাঘাটের শিল্পাঞ্চল। বন্ধ ৯০ শতাংশ মিল। এবছর মরুভূমির মধ্যে এক ফোঁটা জলের মতো বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছে মিল শ্রমিকরা।