পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার শিল্প দেবতা বিশ্বকর্মা দেবের পুজোর দিনে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে বিভিন্ন এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর” সমকার্মী! আমি উভয়লিঙ্গ, শুধু চাই পুংলিঙ্গ ” নামে পোষ্টার পড়লো। পুজোর সকালে এই পোষ্টার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি শহরে। কে বা কারা এই পোষ্টার দিল তা এখনোও জানা যায়নি। বিশ্বকর্মা পূজা সকালে কাঁথি শহরে মহাকুমা শাসক দপ্তর চত্বর, কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যাণ্ড, কাঁথি খড়গপুর বাইপাস, কাঁথি মেছেদা বাইপাস বিস্তীর্ণ এলাকায় এই পোষ্টার লক্ষ্য করা যায়।