বিশ্বকর্মা বাংলা থেকে পালিয়েছে,শিল্প নিয়ে খড়গপুরের বগদা থেকে রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপ ঘোষের।

0
255

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিশ্বকর্মা বাংলা থেকে পালিয়েছে,শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বগদা থেকে শিল্প নিয়ে রাজ্য সরকারকে এভাবেই নিশানা করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, এই দিন খড়গপুর শহরের বগদা এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্রমন্দির ৭২ তম জন্ম দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান চালানোর পাশাপাশি চায় পে চর্চায় যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন তিনি,এই দিন তিনি আরো বলেন এই বছর বিশ্বকর্মা পুজো সবচেয়ে বেশি হতাশা জনক এবং ম্যারমেরে হচ্ছে, শিল্প নেই আর বিশ্বকর্মা পুজোয় টাকা আসতো সিন্টিগেট ও কাঠমানির টাকা নেই, তাই বিশ্বকর্মা পুজোর জৌলুস চলে গেছে,শিল্প নেই চাকরি নেই তাই বিশ্বকর্মা পূজা করবে কে, বিশ্বকর্মা বাংলা থেকে পালিয়েছে, বিশ্বকর্মা দেবের পুজো কাজের মাধ্যমে হোক,সাধারণ মানুষ যখন আনন্দে পুজো দিবেন তখন বিশ্বকর্মা আসবেন, পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি, অন্যদিকে হুগলিতে শতাধিক যুবক যুবতীদের চাকরির নিয়োগ পত্র দেওয়া নিয়ে তিনি বলেন সমস্ত কিছুই ভুয়ো।