বৃষ্টিকে উপেক্ষা করে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হলো শহরজুড়ে।

0
469

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বৃষ্টিকে উপেক্ষা করে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হলো শহরজুড়ে।চলল লোহার যানবাহন থেকে কলকারখানার মেশিনের পুজো। দেবতাদের শিল্পী বিশ্বকর্মা। কথিত আছে বিশ্বের ডিজাইনার এই দেবতা। পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার ,,দেব শিল্পী বিশ্ব কর্মা। বাড়িতে বা কারখানায় মূলত এই পুজো হয়ে থাকে। আজ বিশ্বকর্মা পুজো। সেই উপলক্ষে গৃহস্থের অনেক বাড়িতে এই পুজো অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই পুরোহিতের উপস্থিতিতে পুজো সম্পন্ন হয়। পাশাপাশি বিভিন্ন লোহার যানবাহনগুলোর পুজো দিয়েছেন পুরোহিত। কর্মের ক্ষেতের উন্নয়নের জন্য মূলত এই পুজো হয়। এই পুজো করতে বিভিন্ন উপকরণের মধ্যে গামছা, আতব চাল,ধুতি,মধু,দধি, চন্দ্র মালা,বালি ইত্যাদি দরকার উপকরণ হিসেবে লাগে।