গোপীবল্লভপুর দুই ব্লকের পেটবিঁধি এলাকায় ছাগল চরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু।

0
170

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- ছাগল চরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রামে। মৃত ওই মহিলার নাম অঞ্জলি পাত্র, ওই মহিলার বয়স আনুমানিক ৬৫ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সকালে ছাগল চরাতে বাড়ি থেকে সামনে একটি জমিতে অঞ্জলি পাত্র গিয়েছিলেন। কিন্তু ওই গ্রামের অপর এক ব্যাক্তির জমিতে জল দেওয়ার পাম্প এর তার সামনের ট্রান্সফরমার থেকে জমিতে লাগানো ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ছেঁড়া অবস্থায় জমিতে পড়েছিল তারটি। যার ফলে ওই মহিলা বিষয়টি না জেনেছাগল নিয়ে জমির দিকে যাচ্ছিল। সেই সময় ওই মহিলার শরীরে তার টি লাগতেই তিনি বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই মহিলা। খবরটি জানাজানি হতে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে পুলিশ ঠিক কি কারণে ওই মহিলা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে তা ক্ষতি দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।