ডিহিপাড়া ফ্রেন্ডস্‌ ক্লাবের পরিচালনায় মিনি ফুটবল টুর্ণামেন্ট।

0
433

সেখ ওলি মহম্মদ, দুবরাজপুরঃ-এই ডিজিট্যাল যুগে যুব সমাজ মোবাইল গেম এবং মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে। ফলে মানসিক অবসাদে ভুগছে কেউ কেউ। কিন্তু তাঁরা মাঠমুখী হচ্ছে না। তাই যুব সমাজকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের অন্তর্গত ডিহিপাড়া ফ্রেন্ডস্‌ ক্লাবের পরিচালনায় এক দিনের মিনি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছিল গতকাল শনিবার রাত্রে। আজ রবিবার সকালে ফাইনাল খেলার মাধ্যমে এই টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে। এই টুর্ণামেন্টে শুধু বীরভূম জেলার নয়, অন্য জেলা থেকেও অংশগ্রহণ করেছিল ফুটবল দল। ফলে মোট ৩২ টি দল অংশগ্রহণ করে এই টুর্ণামেন্টে। আজ ফাইনালে মুখোমুখি হয় দুর্গাপুর এফ.সি এবং উখরা একাদশ। এদিন দুই দলের খেলোয়াড়রা কোনো গোল না করায় টাইব্রেকারে উখরা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দুর্গাপুর এফ.সি। এদিন ডিহিপাড়া ফ্রেন্ডস্‌ ক্লাবের পক্ষ থেকে বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ৫১০১ টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ ৩১০১ টাকা তুলে দেওয়া হয়। এই টুর্নামেন্ট দেখতে বহু দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা এসেছিলেন। ডিহিপাড়া ফ্রেন্ডস্‌ ক্লাবের সদস্য আজহারুল ইসলাম জানান, যুব সমাজ যে ভাবে দিনের পর দিন বিভিন্ন নেশায় আশক্ত হয়ে পড়ছে। তাঁদেরকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই খেলার আয়োজন।