নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিখিলবঙ্গ শিক্ষক সমিতির রানাঘাট মহকুমা শাখার দশম ত্রিবার্ষিক সম্মেলন ১৮ ই সেপ্টেম্বর আয়োজিত হল রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশনে। বিনয় কৃষ্ণ বিশ্বাস ও মহিতোষ দেব মঞ্চে এবং বিভা ঘোষ গোস্বামী নগরে আজকের এই সম্মেলন আয়োজিত হয়। এদিনের সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসএসসি ও টেট নিয়োগে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের শাস্তি দিতে হবে। অবিলম্বে ৩১ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে। সমস্ত যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে। জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তৈরি হয় নিখিল বঙ্গ শিক্ষক সমিতির রানাঘাট মহকুমা শাখার নতুন কমিটি।
Home রাজ্য দক্ষিণ বাংলা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির রানাঘাট মহকুমা শাখার দশম ত্রিবার্ষিক সম্মেলন আয়োজিত হল রানাঘাট...