নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের বেংকান্দি নবরাগ সংঘের উদ্যোগে চতুর্থ বর্ষ হরিদাস রায় মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি এবং মনমোহন রায় মেমোরিয়াল রানার্স আপ ট্রফির অনুর্দ্ধ ১৭ ফুটবল খেলার ফাইনালে ভারত ইলেভেন বীরপাড়া এবং কাজলি অগ্রদূত সংঘ মুখোমুখি হয়। রবিবার ফাইনালে ট্রাইব্রেকারে কাজলি অগ্রদূত সংঘ ২-১ গোলে ভারত ইলেভেন বীরপাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কাজলি অগ্রদূত সংঘের পাপন রায়, টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার ভারত ইলেভেনের ধরমবীর উরাও,সেরা গোলরক্ষক একই দলের আরিয়ান কুজুর, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ভারত ইলেভেনের অভিজিৎ উরাও এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অগ্রদূত সংঘের সুব্রত দেব সিংহ। এদিনের খেলায় পুরষ্কার তুলে দেন ক্লাবের সভাপতি সুনীল রায়,সহ সভাপতি কার্তিক চন্দ্র রায়, সম্পাদক অনিল কুমার রায়, বিশিষ্ট সমাজসেবী দেবপম রায়,সারদাস রায়, দিলীপ রায়,অতুল রায় প্রমুখ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা ব্লকের বেংকান্দি নবরাগ সংঘের উদ্যোগে চতুর্থ বর্ষ হরিদাস রায় মেমোরিয়াল চ্যাম্পিয়ন...