ব্রাহ্মণকোন্দা ইসলামিয়া ক্লাবের আয়োজনে দুই দিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বাঁকুড়ার জয়পুর থানার ব্রাহ্মণকোন্দার ফুটবল মাঠে।

0
325

আবদুল হাই, বাঁকুড়াঃ দুই দিন ধরে ব্রাহ্মণকোন্দা ইসলামিয়া ক্লাবের আয়োজনে দুই দিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বাঁকুড়ার জয়পুর থানার ব্রাহ্মণকোন্দার ফুটবল মাঠে। দীর্ঘ ৩৫ বছর ধরে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয় এই মাঠে। মোট ১৬ টি দল এই বার অংশ গ্রহন করে। উদ্যোক্তাদের তরফে অংশ গ্রহণ কারী সকল দলকে এই বছর কমপক্ষে একটি রক্তদান শিবির, কমপক্ষে ১১ টা গাছ লাগানো ও সেগুলি বড়ো করা এবং একটা করে থ্যালাসেমিয়ার ক্যাম্প অরাগানাইস করার আবেদন করা হয়। প্রতিটি দলের তরফে স্বতস্ফূর্ত সমর্থন করতে দেখা যায়। খেলার শুরুতেই মাঠে বৃক্ষ রোপন ও অংশ গ্রহণ কারী প্রতিটি দলের হাতে একটা করে গাছ তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলার শ্যামল পাল, কমল বরণ মাঝি ও সহরাব আলি খান।দুই দিন শেষে চ্যাম্পিয়ন হয় মালিকোটা কালীমাতা ক্লাব ।
রানার আপ হয় এফ. ডি জুনিয়র গাঁওতা।