আবদুল হাই, বাঁকুড়াঃ এই মুহূর্তে দরিদ্রতায় সবচেয়ে বড় ব্যাধি। করোনা পরিস্থিতির পরবর্তী সময়ে কমবেশি বিশ্বের প্রায় সব দেশই কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে। অর্থনৈতিক এই বেহাল দশার মধ্যে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন আগামী দিনের ভবিষ্যৎ বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত জনগণের।
এমতাবস্থায় শুভ শারদীয়ার একেবারে দোড়গোড়ায় এসে রাতের ঘুম গেছে হাজার হাজার পরিবারের। যাদের সময় মতো পেটে খাবার জোটে না তাদের আবার উৎসব কিন্তু অসহায় পরিবার গুলিও তো সমাজেরই একটি অংশ তাই সামাজিক রীতিনীতির বাইরে থাকবেই বা কি করে। ক’দিন পরে দূর্গোৎসব ছেলেমেয়েদের দিতে হবে নতুন জামাকাপড় কিন্তু আসবে কোথা থেকে ?
দুঃস্থ এবং অসহায় পরিবারগুলি কথা মাথায় রেখে হাওড়া মধুক্রম, এক্স রোটার এক্টর ফোরাম ও কলকাতার এশিয়ান ইয়ুথ সেন্টারের কর্মকর্তারা বিষ্ণুপুর আমরা করবো জয় এর সহযোগিতায় আজ রবিবার ১৬০ জন দুঃস্থ অসহায় পরিবারের কচিকাঁচা এবং চারজন বৃদ্ধার হাতে নুতন পোশাক তুলে দেন।
দূর্গোৎসবের আগে নতুন জামা কাপড় পেয়ে দারুণ খুশি দুঃস্থ অসহায় পরিবারগুলি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ডি পি ও কুতুবুদ্দিন খাঁন,অতনু সাঁতরা, আমরা করবো জয় এর কর্মকর্তাগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ